চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ মোহাম্মদ সিয়াম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিয়াম ওই এলাকার মো. আবদুর রহিমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন বাংলাধারাকে বলেন, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় শিশু সিয়াম। পরে খোঁজাখুঁজির পর শিশু সিয়ামের মরদেহ পুকুর ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা ।
এসময় তাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিয়ামকে মৃত ঘোষণা করে।
এদিকে, একই দিন সন্ধ্যায় শিশু সিয়ামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।