চন্দনাইশে বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) বিকেলে দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, সাংবাদিক যথাক্রমে সৈকত দাশ ইমন, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, সাইফুল ইসলাম, কামাল হোসেন, সাইফুল ইসলাম, আবদুল ওয়াহাব , শহীদুল ইসলাম, শাহাদাত হোসেন, এস এম জাকির, মাঈন উদ্দিন, আয়ুব মিয়াজী, আবু তালেব আনসারী, ফয়সাল চৌধুরী প্রমুখ।