spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবান্দরবানে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আটক ২

বান্দরবানে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির বণ্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ কুতুব উদ্দিন (৪২) ও মোঃ নাজিম উদ্দিন (৪৫) নামে দুই পাচারকারীকে আটক করা হয়।

রবিবার (১৮জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার ৩ নম্বর ফাসিয়াখালী ইউনিয়নের ৭মাইল নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১৮জুন) সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন—চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড মাদ্রাসা পাড়ার নুরুল হুদার ছেলে মোঃ কুতুব উদ্দিন ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত মোঃ পেটান এর ছেলে মোঃ নাজিম উদ্দিন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ফাসিয়াখালী ইউপির ৭মাইল নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের হাতে থাকা একটি বাজার ব্যাগে তল্লাশী চালিয়ে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক সহ দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের সাথে থাকা একটি ইয়ামাহা মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচারের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ