spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের লোহাগাড়ায় ১ দিনের ব্যবধানে পুকুরের পানিতে ডুবে আদিবা নামে দুই বছরের আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দেওয়ান পাড়ায় এঘটনা ঘটে। শিশু আদিবা ওই এলাকার ছগীর আহমদের কন্যা।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা খালেদ দেওয়ান বাংলাধারাকে জানিয়েছেন, আদিবা সোমবার সকালে বাড়ীতে খেলা করছিল। পরিবারের লোকজন হঠাৎ আদিবাকে দেখতে না পেয়ে বাড়ির চারদিকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশে পুকুরে আদিবার লাশ ভাসতে দেখে পরিবার। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগের দিন রবিবার (১৮ জুন) বিকালে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনার আবদুর রহিমের ছেলে শিশু সিয়াম পুকুরের পানিতে ডুবে মারা যায়। ১ দিনের ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ