চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাট বাজারে চোরাই গরু বিক্রি করতে এসে তিন গরু চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ২টি গরু। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
আটককৃতরা হল—বান্দরবানের লামা উপজেলার গজালিয়া নন্দরবিল নয়া পাড়া এলাকার মনছুর আলমের ছেলে নুর মোহাম্মদ (৩৫), একই ইউনিয়নের আবদুল শুক্কুরের ছেলে রাসেল (২১) এবং বদরুজ্জামানের ছেলে আমানুল্লাহ (২৭)।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বাংলাধারাকে জানান, আটককৃতরা চকরিয়া উপজেলার নন্দরবিল এলাকা থেকে গরু দুটি চুরি করে কিল্লাকুলা নামক স্থানে একজনের কাছে কম দামে বিক্রি করতে চাইলে তার সন্দেহ হয়।
পরে তাদের টাকা দেওয়ার নাম করে এমচর হাট বাজারে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির কথা স্বীকার করলে তাদের পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিসে নিয়ে আসে। তাৎক্ষণিক গরুর প্রকৃত মালিক ও থানা পুলিশকে খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার এস আই প্রদীপ কুমার দত্ত বাংলাধারাকে জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাইকৃত গরুসহ ৩ চোরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। আটককৃতদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।