পটিয়া প্রতিনিধি »
প্রতিবারের ঈদের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটিয়ার মানুষের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম শহর থেকে পটিয়ার মুজাফ্ফরাবাদ পর্যন্ত ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে।
পটিয়ার তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি কর্তৃক প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তার ব্যাক্তিগত পক্ষ থেকে এবারও ৪ দিনের ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) থেকে শুক্রবার (৭ জুন) সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত বিআরটিসির ৮টি দ্বিতল বাস নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে পটিয়ার মুজাফ্ফরাবাদ পর্যন্ত বিনা ভাড়াতে যাত্রী আনা নেওয়া করবে।
উল্লেখ্য, পটিয়া থেকে শহরে যাতায়াতে পটিয়ার মানুষকে বাড়তি ভাড়া গুনতে হয়। তাছাড়া সবসময় গাড়ির সংকট লেগেই থাকে। ঈদের সময় মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এমপি হওয়ার পর থেকেই ঈদ, পূজা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নিজ অর্থায়নে বাস সার্ভিসের ব্যবস্থা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন সামশুল হক চৌধুরী এমপি।
বাংলাধারা/এফএস/এমআর