spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপ্রবাসী মাসুদ হত্যা মামলায় যুবলীগ নেতাসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর

প্রবাসী মাসুদ হত্যা মামলায় যুবলীগ নেতাসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় প্রবাসী মাসুদুর রহমান মির্জা হত্যা মামলায় গ্রেফতার ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন হীরাসহ তিন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহারিয়ার ইকবালের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন— আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেন। আকতার হোসেন হীরা দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মনির হোসেন বাংলাধারাকে বলেন, আসামীদের রিমান্ড চাওয়ার পর আদালত প্রত্যেক আসামিকে ২ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আজ আসামীদের রিমান্ডে আনার প্রস্তুনি নেওয়া হয়েছিলো। কিন্তু এরই মধ্যে আসামীপক্ষের আইনজীবী রিমান্ডকে চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেছেন। আগামীকাল আদালতে এ বিষয়ে শুনানি শেষে রিমান্ড বহাল থাকলে অনতিবিলম্বে আসামীদের রিমান্ডে আনা হবে।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আল মাসুদ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম জেলার পরিদর্শক মনির হোসেন আসামি আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি আরও বলেন, আসামিপক্ষ নিম্ন আদালতের রিমান্ড আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার রিভিশন আবেদনের শুনানী হবে। শুনানিতে রিমান্ড আদেশ বহাল থাকবে বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে বালুটিলা বাজার মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হওয়ার পর প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বাহরাইন প্রবাসী মাসুদ মির্জাকে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। ঘটনার দিনই শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে উত্তেজিত জনতা। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ