বাংলাধারা প্রতিবেদন »
হাঁটাচলা করার সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২ জুন) দুপুরে নগরীর চশমা হিলের বাসভবনে হাঁটাচলা করার সময় তিনি পা পিছলে মেঝেতে পড়ে গিয়ে কোমরে আঘাত পান।
শিক্ষা উপমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজিউর রহমান সিকদার অনিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আঘাত তেমন গুরুতর না। বর্তমানে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বাসায় বিশ্রামে রয়েছেন।
বাংলাধারা/এফএস/এমআর