spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

বুধবার (২১ জুন) দুপুরে নগরীর বাকলিয়া হামিদচরের স্থায়ী ক্যাম্পাসে বট গাছের চারা লাগিয়ে এ অভিযানের উদ্বোধন করেন তিনি।

এসময় ভাইস চ্যান্সেলর বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএসএমআরএমইউ এর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ক্যাম্পাসের প্রকল্প পরিচালক কমোডর মোহাম্মদ এহসান, চট্টগ্রাম ড্রাই ডকের জি এম ক্যাপ্টেন মোহাম্মদ হানিফসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ