spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী আরমান হোসেন রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।

সহকারি শিক্ষক প্রবাল ভৌমিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারি প্রধান শিক্ষক আবুল হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম পায়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আরমান হোসেন রুবেল একটি শান্তশিষ্ট ছেলে ছিল। তার এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। যারা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তার সহপাঠিরা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ