বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজীদ এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা মামলার প্রধান আসামি মোহাম্মদ জসিম (৪০) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন।
রোববার ( ১০ জুন) গভীর রাতে চান্দগাঁও থানার চন্দ্রনগরের চৌধুরীনগর হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। আহত জসিমের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায় তবে সে নগরীর বায়েজীদ এলাকায় বসবাস করে ।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গত রাতে চান্দগাঁও থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জসিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জসিমের লোকজন গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় রাতে জসিমকে হাসপাতালে আনা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১৩ মে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত। তখন জসিমসহ কয়েকজনের নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি এবং সিসিসির দুটি ট্রাক ভাংচুর করে দোকানের কর্মচারীরা। ওই ঘটনায় করা মামলায় জসিমকে প্রধান আসামি করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি