বাংলাধারা প্রতিবেদন »
কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে ৫২ কেজি গাঁজা এবং ০১ টি পিকআপসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা।
শনিবার ( ৯ জুন ) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি খাগড়াছড়ি জেলার মোঃ আমির হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (৩৪)। র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকাতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি।
এ সময় পিকআপটির গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে সেটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে পিকআপটি তল্লাশী করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/বি