spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদখেলাধূলা‘কিক ফাইটার’ এর ছাত্র রোকনের আন্তর্জাতিক স্বর্ণ জয়

‘কিক ফাইটার’ এর ছাত্র রোকনের আন্তর্জাতিক স্বর্ণ জয়

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

গত ৮-৯ জুন’ ভারতের উত্তর প্রদেশে অনুষ্ঠিত হলো আই এস কে ইউ সাউথ এশিয়া কারাতে কাপ ২০১৯।

উক্ত চ্যাম্পিয়নশীপে ভারত, নেপাল, ভুটানের পাশাপাশি আয়োজনকারীদের আমন্ত্রনে বাংলাদেশ হতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের ছাত্র রোকন উদ্দীন একক কাতা ও -৭৫ কেজি ওজন শ্রেণীতে কুমিতে সিনিয়র ক্যাটাগরীতে অংশগ্রহণ করে।

রোকন উদ্দিন একক কাতায় স্বর্ণ ও -৭৫ কেজি ওজন শ্রেনীতে তাম্র পদক পাওয়ার গৌরব অর্জণ করেন।

উল্লেখ্য সাউথ এশিয়া কারাতে কাপ’১৯ এ জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল রানার্সআপ হয়েছে ভারত, সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেনসী এ বি রনি সর্বপরি আয়োজক আই এস কে ইউ এর প্রেসিডেন্ট শিহান মোহাম্মদ তারিক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমন্ত্রন জানানোর জন্য।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ