spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যধর্মীয় অনুভূতিতে আঘাত; চবি কর্মকর্তা গ্রেপ্তার

ধর্মীয় অনুভূতিতে আঘাত; চবি কর্মকর্তা গ্রেপ্তার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’এর অভিযোগে দায়ের করা ‘আইসিটি মামলায়’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব শাখার কর্মকর্তা নিবারণ বড়ুয়াকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। নিবারণ বড়ুয়া বান্দরবানের লামা উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত সত্যবোধি বড়ুয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: ইসমাইল বাংলাধারাকে জানান, আইসিটি মামলায় নিবারণ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে নিবারণ বড়ুয়া তার ফেসবুক আইডিতে ‘জায়নামাজ উল্টে গেছে’ লিখে পোস্ট দেন বলে অভিযোগ তুলে বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মশিউর রহমান ২৯ মে মামলা রুজু করেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ