খাগড়াছড়িতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে শহরের আদালত চত্বরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫০টি মোটরসাইকেল, দুইটি ট্রাক, কয়েকটি সিএনজি ও মাহেন্দ্র সহ সড়কে অবৈধ চলাচল করা দায়ে একটি ট্রাক্টর জব্দ করে ট্রাফিক পুলিশ। এছাড়াও মামলা দায়েরের পাশাপাশি লক্ষাধিক টাকা জরিমানাও করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
অভিযানের সময় ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, সার্জেন্ট মাহফুজসহ ট্রাফিক সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব জানান, মূলত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়াও সড়কে দুর্ঘটনারোধে প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। নম্বরবিহীন পরিবহনগুলো যাতে দ্রুত কাগজপত্র করে সরকারের রাজস্ব খাতে যুক্ত হয় সেসব বিষয়গুলো নজরে আনা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং অতিরিক্ত আরোহী নিয়ে চলাচলে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।
পাহাড়ি এলাকা হওয়ায় দুর্ঘটনারোধে ও সচেতন করতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব।