spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়ভালোবাসার টানে চীনা তরুণী বাংলাদেশে

ভালোবাসার টানে চীনা তরুণী বাংলাদেশে

spot_img

বাংলাধারা ডেস্ক »

ভালোবাসার টানে মানুষ সাতসমুদ্র, তের নদী পাড়ি দিতে পারে। তাইতো ইবনাত মরিয়ম ফাইজা নামের এক চীনা তরুণী নেত্রকোণার কলমাকান্দায় চলে এসেছেন। কমলাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে সম্প্রতি চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার দুবাইয়ে বিয়ে হয়।

রোববার ( ৯ জুন ) গুতুরা বাজারে সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে এ বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয়। পুত্রবধূকে বরণ করতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বৌ ভাতের অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন হাজার লোকের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে। ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান।

তিনি আগে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর জসিম উদ্দিন বলেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করেছি। আমাদের আগামী দিনগুলোর জন্য সবার দোয়া চাই। চাকুরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসায়। মাঝে তিন বছর চাকরির প্রয়োজনে দু’জন নিজ নিজ দেশে চলে যান। কিন্তু তাদের হৃদয়ের টান অটুট থাকে। এক পর্যায়ে আবারও দুবাইয়ে দেখা করে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ