spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়একাদশ জাতীয় সংসদের ‘প্রথম বাজেট অধিবেশন’ শুরু মঙ্গলবার 

একাদশ জাতীয় সংসদের ‘প্রথম বাজেট অধিবেশন’ শুরু মঙ্গলবার 

spot_img

বাংলাধারা ডেস্ক »

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার ( ১১ জুন)। বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি এ অধিবেশন আহবান করেছেন।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১শ ৯০ কোটি টাকার। বৃহস্পতিবার (১৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটাই হবে প্রথম বাজেট।

গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় নিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসে। আওয়ামী লীগের এই মেয়াদের এটা প্রথম বাজেট এবং গত দুই মেয়াদ মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ১১ তম বাজেট।

সাধারণত প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু এবার ঈদের ছুটির কারণে এক সপ্তাহ দেরিতে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে এবং আগামী ১ জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে।

এ কারণে এবারের প্রস্তাবিত বাজেটের উপরে আলোচনার জন্য ছুটির দিনেও সংসদ অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ