মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘরে ঝুলন্ত লাশ রেখেই স্বামীসহ শশুরবাড়ির সবাই পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ১০ জুন রাত সাড়ে ১০ টার সময় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগরের আব্দুল পন্ডিত বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হোসনে আরা আক্তার লিপি (২৫) ওই বাড়ীর নুর মোহাম্মদের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মেখ আলম সওদাগর বাড়ীর বাঁশ ব্যবসায়ী শেখ আলমের কন্যা।
হিঙ্গুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, নিহতের স্বামী আমাকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধূ লিপি গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। নিহতের ৪ মাস বয়সি ১টি কন্যা রয়েছে।
তিনি বলেন, যতটুক জেনেছি পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটাতে পারে।
নিহতের চাচা মফিজুর রহমান জানান, আমার ভাতিজিকে ৪ বছর পূর্বে সেখানে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেই। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে তারা প্রায় সময় তাকে মারধর করতো এবং বলতো তাকে তাড়িয়ে দেবে। এরপরতো আজ এই ঘটনা ঘটলো।
এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আবেদ আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ নামিয়ে সুরতাহাল করি। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে আমাদের আসার খবর পেয়ে নিহতের পরিবারের সবাই গা ডাকা দিয়েছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর