spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা

লোহাগাড়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় আনন্দভ্রমণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭ দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পশ্চিম পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ১২ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আনন্দ ভ্রমণের বাসটি যাত্রীদের নিয়ে সিলেট থেকে কক্সবাজার হয়ে বান্দরবান যাচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বাংলাধারাকে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় তেমন কোন হতাহত হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ