চট্টগ্রামের সাতকানিয়ায় কর্তব্যরত অবস্থায় মো.বোরহান উদ্দীন (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সাতকানিয়ার কেরানীহাটে ট্রাফিকের দায়িত্ব পালনকালে রাস্তায় ঢলে পড়লে সেসময়ই তার মৃত্যু হয়।
নিহত ট্রাফিক পুলিশ সদস্য বোরহান উদ্দিন ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর খাজুরিয়া এলাকার মিজবাহ উদ্দিনের ছেলে। তার ৩ ছেলে ১ মেয়ে রয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনকার ন্যায় বোরহান উদ্দিন সকাল থেকে কেরানীহাটের যানজট নিরসনে কাজ করছিলেন। হঠাৎ বেলা সাড়ে ১১টার সময় হঠাৎ রাস্তায় ঢলে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আনা হবে। সেখানে তার জানাজার নামাজ শেষে লাশ নিজ বাড়িতে পাঠানো হবে।