চট্টগ্রামের রাউজানে সদর ইউনিয়নের সর্তাখালে অবৈধ বালুমহালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অভিযান সম্পর্কে রাউজান উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযানে আমাদের উপস্থিত টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। আমরা ৬টি ড্রেজার মেশিন জব্দ করে নিয়ে আসি। এই বালু উত্তোলনের কারণে হলদিয়া ইউনিয়ন এর হচ্চরঘাট অংশে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।