চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে ভূজপুর থানাধীন নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মন্দাকিনী সাকিনের একতা ব্রীক ফিল্ডের দক্ষিণে মন্দাকিনী খালের উত্তর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার এসআই শুভজিৎ সাহা বলেন, সকাল আনুমানিক ১১টার দিকে ওই এলাকায় অর্ধগলিত অজ্ঞাত একটি লাশ স্থানীয়রা দেখতে পেয়েছে এমন খবরে আমরা অজ্ঞাত অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে লাশটি প্রায় সপ্তাহখানেক আগের। লাশের শরীর, মাথা ও মুখ পঁচে ফুলে উঠেছে। ধারণা করা হচ্ছে লাশটি উপজাতি সম্প্রদায়ের নারী।
তিনি আরও বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তকরণে চেষ্টা চলছে।