spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামঅনুমোদনহীন প্রসাধনীসামগ্রী জব্দ, জরিমানা

অনুমোদনহীন প্রসাধনীসামগ্রী জব্দ, জরিমানা

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে হিমালয়া নামে একটি কোম্পানির অনুমোদনহীন ২৫ লাখ টাকার প্রসাধনী জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মজুতকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুলাই) এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ফেসওয়াশগুলোকে বিদেশী পণ্য হিসেবে বাজারজাত করার জন্য গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্য বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এছাড়া বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। কিন্তু তারা সে অনুমোদন নেননি। এসব অপরাধে অবৈধ পণ্য মজুত করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ জব্দ করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মাহফুজুর রহমান ও জিল্লুর রহমান এবং কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ