বাংলাধারা প্রতিবেদন »
নিয়মিত হাজিরার জন্য কারাগারে থাকা ১৮ জঙ্গিকে চট্টগ্রাম আদালতে আনা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আদালত পাড়ায়। যানবাহন তল্লাশির পাশাপাশি শিথিল করা হয়েছে গাড়ি ও সাধারণ মানুষের চলাচল।
মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে কোর্ট হিলের প্রবেশ মুখ ও পুরো আদালত পাড়ার বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, আদালতে ১৮ জঙ্গির হাজিরা দেয়াকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি