spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রাম৫০ বছর পর ফিরলো খাল

৫০ বছর পর ফিরলো খাল

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ৬ নং ওয়ার্ডের সুবেদার পুকুর পাড় মরা ছড়া খাল এলাকায় অন্য একটি খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করে দীর্ঘ ৫০ বছর যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। সেই স্থাপনা উচ্ছেদ করে আবারও খাল খনন করলো উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ জুন) বিকালে উদ্ধারকৃত জায়গায় ‍নির্মিত খাল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, সুবেদার পুকুর পাড় মরা ছড়া খাল এলাকায় আনুমানিক ৫০ বছর আগে খাল ছিল। তাছাড়া, মৌজা ম্যাপেও খালের কথা উল্লেখ আছে। দীর্ঘ দিন আগে লোকজন খাল ভরাট করে বাড়িঘর বানিয়ে ফেলেছে। আমি সেটা উচ্ছেদ করে আবার খাল খনন করেছি। এ এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করছি।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ৬ নং ওয়ার্ডের সুবেদার পুকুর পাড় মরা ছড়া খাল এলাকায় দখলকৃত খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। গত ২৫ মে সকালে অভিযান চালিয়ে প্রায় ৫০ বছর ধরে দখলকৃত জায়গা উদ্ধার করে উপজেলা প্রশাসন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ