spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ আহত ৯

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৫ শিশুসহ আহত ৯

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা ডেস্ক »

নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ শিশুসহ নয়জন আহত হয়েছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১২ জুন) সকাল ৭ টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার শিশু বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর গ্রামের ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উপজেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫), রোজিনা বেগম ( ২০ ) ও রাফি (২)।

রোগীর স্বজনরা জানান, সকালে হঠাৎ করে হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে নিচে থাকা শিশু ও রোগীদের গায়ে পড়ে। এতে তিন শিশু ও তাদের স্বজনসহ আটজনের শরীরের বিভিন্ন অংশে কেটে গিয়ে আহত হন। এ সময় রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনেক অভিভাবক শিশুদের হাসপাতাল ছেড়ে অন্যত্র নিয়ে যেতে দেখা যায়। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. হুমায়ুন জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে অন্য রোগীদের বের করে আনে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ