spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমিরসরাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

মিরসরাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী, মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. নোমান, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, বঙ্গবন্ধু মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট, হামদ, ইংরেজী-বাংলা রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ইভেন্টে প্রায় ১’শ জনকে ক্রেস্ট ও সনদপত্র বিরতণ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ