spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম২২ কেজি গাঁজাসহ আটক ১

২২ কেজি গাঁজাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম নগরীর তুলাতলী মালিপাড়ায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে কোতয়ালী থানাধীন মালিপাড়া বিচ্ছুনির ঘরের সামনে পাকা রাস্তায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. জামশেদ (২৫) এর হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার ও তার তথ্যের ভিত্তিতে ভোররাত পর্যন্ত পুনরায় সিআরবি রেলওয়ে অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এফ-২৭ আউট হাউস এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আরশাদ উল্লাহ (৫২) ও মো. সাজিদ (২৭) পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামি মো. সাজিদ (২৭) এর বাসা তল্লাশি করে আরও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ