spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলপলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

রাঙামাটি প্রতিনিধি
spot_img

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান জানান, আমরা ভাইয়ের মৃত্যুটিকে স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারছিনা, আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। আর আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গাফিলতিও আছে বলে আমরা ধারণা করছি।

এছাড়া প্রতিষ্ঠানে র‌্যাগিং এর বিষয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, পলিটেকনিকে সিনিয়রদের দ্বারা জুনিয়ররা র‌্যাগিং এর শিকার হতে পারে। সর্বোপরি আমি এবং আমার পরিবার আমার ভাইটির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছি।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার জানান, এঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থানায় যেহেতু মামলা দায়ের করেছে তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, এঘটনায় নিহতের বড় ভাই সোমবার(২৪ জুলাই) থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সায়ন্সে এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫ তম ব্যাচের ৫ম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় সে মৃত্যুবরণ করে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ