spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় পরিদর্শন করলেন মাহবুব রুহেল

মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় পরিদর্শন করলেন মাহবুব রুহেল

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন রুহেল। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাথে সাক্ষাৎ করেন তিনি।

মাহবুব রহমান রুহেল বলেন, মহিউদ্দিন বাচ্চু ভাই তৃণমূল থেকে বেড়ে উঠা ছাত্র এবং যুব নেতা। উনাকে মূল্যায়নের মাধ্যমে দল তৃণমূলের একজন পরীক্ষিত কর্মী মূল্যায়ন করলো। এসময় তিনি আগামী ৩০ জুলাইয়ের উপ-নির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম চৌধুরী বাবলু, সাংগঠনিক হাসান মাহমুদ হাসনি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুছ ছালাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি লুৎফুল এহসান শাহ, চট্টগ্রাম উত্তজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম-আহ্বায়ক একরামুল হক সোহেলসহ চট্টগ্রাম মহানগর, উত্তরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ