পার্বত্য অঞ্চলে জনগণের কাছে গৃহঋণের সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ( বিএইচবিএফসি) গৃহঋণ সেবা ক্যাম্পেইন আয়োজন করেছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিএইচবিএফসি কার্যালয়ে সোনার বাংলা গড়তে, আবাসন সমস্যার সমাধান করতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃৃৃহঋণ সেবা ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা শাখা ম্যানেজার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএইচবিএফসি বিভাগীয় উপ-মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো.আলী জিন্নাহ।
তিনি বলেন, পার্বত্য দুই জেলায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রতিষ্ঠানের ঋণসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে। এতে পার্বত্য অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেকটাই বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের জেলা শাখা ম্যানেজার মোহাম্মদ নওশাদ আমিন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো বুদ্ধজ্যেতি চাকমা, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. মামুনুল ইসলাম, বিএইচবিএফসি’র সেবা গ্রহীতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।