spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামহাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান, জরিমানা

হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান, জরিমানা

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দোহাজারীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৬টি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা ও বাসগুলো থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় দোহাজারীর হক স্টোরকে ৫০০০ টাকা জরিমানা ও ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিভিন্ন ধারায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৬ টি বাসকে জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ