চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিশুর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গত ২৩ জুলাই মরিয়ম নামে ওই শিশুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ আছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ২৪১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গেছে মোট ২৩ জন। এর মধ্যে ১০ শিশু, ২ কিশোর, ৬ জন পুরুষ এবং ৫ জন নারী আছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৬ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৭ জন ভর্তি আছেন।