চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগিয়ে মো. আব্দুল হাকিম ফরহাদ (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২৪ জুলাই) দিনগত গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
নিহত আব্দুল হাকিম ফরহাদ সীতাকুণ্ড সদর পৌরসভাস্হ ৬ নং ওয়ার্ডের হাসান গোমস্তা মসজিদ এলাকার মোঃ ইসমাইল সওদাগরের ছেলে। সে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলো।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গলায় ফাঁস লাগিয়ে এক কলেজছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি। ছেলেটি অজ্ঞাত রোগে আক্রান্ত ছিলো বলে জানতে পেরেছি। লাশ উদ্ধারের সময় তার হাতে একটি চিরকুট ছিলো। তাতে লিখা ছিলো, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তার পরিবারের লোকজন তার চিকিৎসায় কোন অবহেলা করেনি বলেও চিরকুটে উল্লেখ করে ছেলেটি।
তিনি আরও বলেন, একই দিনে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে সাগরে সাতার কাটতে নেমে আলী হাসান মারূপ ও এনায়েত উল্লাহ নামে দুই ছাত্র মারা যায়। তারা দুজনই কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো।