spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় পুলিশের অভিযান, পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

লোহাগাড়ায় পুলিশের অভিযান, পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ রাসেল (৩৭) ওরফে কাবিলাকে আটক করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার উপজেলার পুটিবিলা এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো: রাসেল লোহাগড়া উপজেলার আমিরবাদ সুখছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলার ওয়ারেন্ট ছিল।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া থানাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ।

প্রসঙ্গত, রাসেল এর আগে, ২০২০ সালের ১৭ আগস্ট ১৭ হাজার ৫০০ পিছ ইয়াবাসহ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছিল। এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাসেল।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ