spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামদাঁড়িয়ে থাকা বাসে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা বাসে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে মো. মাহবুব (৩৫) ও মো. মাইনুদ্দিন (৩৭) নামের ২ জন নিহত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট বাজার অংশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার মো. সোবহানের ছেলে ও মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী, দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ