পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউপিডিএফ এর সক্রিয় সন্ত্রাসী তরিত চাকমাকে অত্যাধুনিক বিদেশী আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে রাঙামাটি রিজিয়ন কর্তৃপক্ষ।
বুধবার (২৬ জুলাই) ভোররাতে রাঙামাটির সুবলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাঙামাটি রিজিয়ন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একদল অস্ত্রধারী সন্ত্রাসী শুকুরছড়ি এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে সেনাবাহিনীর ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এসময় তরিত চাকমা নামের একজন অস্ত্রধারী সেনাবাহিনীর হাতে আটক হলেও বাকীরা পালিয়ে যায়। আটককৃত আসামীর কাছ থেকে থেকে জার্মানীর তৈরি একটি এইচকে-৩৩ আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগজিন, ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রাঙামাটি রিজিয়ন।