মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরসরাই সদর ইউনিয়নের (৫ নং) ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদুল ইসলাম মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার বশির উল্লাহ ভূঁইয়া বাড়ির মৃত মকছুদ আহম্মদের ছেলে। শহীদুল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল হেড অফিসের স্টক এক্সচেঞ্জের অফিসার পদে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা ইকবাল হোসেন বলেন, এখন থেকে ৫-৬ দিন আগে আমার কাকা শহীদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়। তার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।