spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক লাঞ্ছিত

বান্দরবানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক লাঞ্ছিত

বান্দরবান প্রতিনিধি
spot_img

বান্দরবানের থানচিতে অবৈধভাবে পাহাড় কাটাকে নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে বিভিন্নভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে থানচি উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই থোয়াইপ্রু অং মারমার বিরুদ্ধে।

বুধবার (২৬জুলাই) দুপুরে থানচি প্রেসক্লাবের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় থানচি সদরের মরিয়ম পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড়কাটা খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে ছুটে যান প্রেসক্লাবে সভাপতি ও আজকের পত্রিকা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম। এসময় ঘটনাস্থলে তাদের লোকজন এসে গণমাধ্যমের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি নষ্ট করে দেয় এবং গাড়ি তে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে ফেলে। পরে থোয়াই প্রু অং মারমা ওই সাংবাদিককে নানাভাবে লাঞ্ছিত করতে থাকে। সন্ধ্যায় রাজনৈতিক দলবল নিয়ে থানায় ডেকে নিয়ে হুমকি-ধমকি সহ ক্ষমা চাইতে বাধ্য করেন।

বিবৃতিতে আরো বলা হয়, এমন ঘটনার পর আজ সকালে প্রেসক্লাবে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে জরুরি সভা আয়োজন করা হয়। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া হওয়া পর্যন্ত উপজেলা পরিষদ ও চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দলীর ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করায় তীব্র নিন্দা প্রকাশ করেন থানচি প্রেসক্লাব।

এব্যাপারে মংবোওয়াংচিং মারমা(অনুপম) বলেন, মঙ্গলবার সকালে  মাটি ভর্তি ২ টি ট্রাক দেখে ড্রাইভারকে জিজ্ঞেস করলে তারা পাহাড় কাটার স্থানটির কথা বলে। সেই সূত্র ধরে মরিয়ম পাড়ায় গিয়ে পাহাড় কাটার অনুমোদন আছে কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হন উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই থোয়াই প্রু অং মারমা। তিনি একপর্যায়ে গালিগালাজ করে গাড়িতে থাকা পত্রিকার বিজ্ঞাপন বিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে ফেলেন। পরে থানায় ডেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান অকথ্য ভাষায় গালি-গালাজ করেন এবং আমাকে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়।

এবিষয়ে জানতে থোয়াই প্রু অং মারমা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সবকিছুই মিথ্যা বলে দাবি করেন।

থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা জানান, উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল তবে বিষয়টি থানায় বসে মিমাংসা করে দেওয়া হয়েছিল।

এবিষয়ে জানতে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সাংবাদিক অনুপম ও উপজেলা চেয়ারম্যানের ভাই থোয়াই প্রু অং মারমার সাথে ঘটনা সম্পর্কে শুনেছি তবে থানায় উভয় পক্ষের মধ্যে কোন প্রকার উচ্চ বাক্য বিনিময়ের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ