spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারকক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন

সম্রাট সভাপতি, আফনান সম্পাদক

কক্সবাজার প্রতিনিধি
spot_img

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন হয়েছে। গতকাল ঘোষণা করা ১৩ জন বিশিষ্ট কমিটিতে আবদুল নূর সম্রাট সভাপতি ও আফনান রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

পৌর শাখা ছাত্রলীগ সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক মু. মনিরুল হক স্বাক্ষরিত এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি সাদিসা রাফাত তুলফা, তকি আহমেদ, তাসনুবা আজিজ স্নেহা, আসিফুল আলম সোহান, নিয়াজ মাহমুদ সাহিল, মেহেদী হাসান, সুলতান কাসেম সামির। আর যুগ্ম সম্পাদক করা হয়েছে ফারশেদ অমি, শহিদুল ইসলাম শাকিল, আনিসুর রহমান ও নকিব খানকে।
দায়িত্বপ্রাপ্তরা আগামী তিন মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে পড়া-লেখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন পৌর ছাত্রলীগ সভাপতি-সম্পাদক।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ