নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী এলাকায় আগামী ৩০ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার(২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এ উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন আগামী ৩০ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য, গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হলে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।