spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনাজনীন চৌধুরী পদক পেলেন দেবু ও ডিউক

নাজনীন চৌধুরী পদক পেলেন দেবু ও ডিউক

বাংলাধারা প্রতিবেদক
spot_img

বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত নাজনীন চৌধুরীর স্মরণে ‘নাজনীন চৌধুরী ফাউন্ডেশন’ ও এমবি গ্রামার স্কুলের যৌথ আয়োজনে “নাজনীন চৌধুরী পদক” প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নগরীর হালিশহরস্থ এম বি গ্রামার স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয় ও ফাউন্ডেশনের উদ্যোক্তা বদরুল হাসানের সভাপতিত্বে এই পদক তুলে দেয়া হয় বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক ও সমাজকর্মী কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর হাতে।

করোনাকালে মানবসেবার পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রাখায় তাদের এই পদক প্রদান করা হয়।

শিক্ষাউদ্যোক্তা নাজনীন চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শতাধিক শিশু অংশগ্রহণ করে। পদক প্রদানের পাশাপাশি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোহিনূর রহমান আশা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শাহানা পারভীন রিনা ও গুলশান আক্তার।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন হাসিনা আক্তার ও কোহেলি দাশগুপ্তা। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জোহরা খাতুন, নাহিদ সুলতানা, মাহমুদা আক্তার কাকলি, সিতারা সুলতানা, তানজিলা আক্তার, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা মুন্নি, শাহিনা আক্তার, সুপ্রিতি কায়স্থগীর, সাবরিনা সুলতানা, আয়েশা আক্তার, রাবিকা সুলতানা মেরিনা৷ মরিয়ম বেগম, মাহমুদা বেগম, শাহানা আক্তার, তহুরা খানম সোহানা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ