চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (২৮ জুলাই) প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব প্রফেসর রেজাউল করিম।
তিনি বলেন, আজ (২৮ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশিত হবে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সংক্ষেপ তুলে ধরা হবে। এরপরে বোর্ড এ ফলাফল প্রকাশ হবে।
এবার চট্টগ্রামে প্রায় দেড় লাখের কাছাকাছি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। চলতি বছরে মোট ১ হাজার ১০৭ টি বিদ্যালয় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বিভাগে মোট কেন্দ্র ছিলো ২১৬টি। তার মধ্যে চট্টগ্রাম জেলার মহানগরে ১১২ কক্সবাজারে ৩০টি, বান্দরবান ১৫ টি, খাগড়াছড়ি ২৩টি এবং রাঙামাটি জেলায় ২১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ১৬২২২ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন এন্ট্র্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।