spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীচট্টগ্রামে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা, পিছিয়ে মানবিক

চট্টগ্রামে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা, পিছিয়ে মানবিক

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিকের শিক্ষার্থীরা। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৬২ জন। আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দেওয়া ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।

বোর্ডের তথ্যানুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাসের হার ৬৫ দশমিক ৪১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮২ দশমিক ০৬ শতাংশ।

এবার পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩১৬ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫০৩ জন। এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৩.৮৪ শতাংশ, যা গত বছর ছিল ৯৬.৮১। মানবিকে পাসের হার ৬৫.৪১ শতাংশ, যা গত বছর ৭৮.৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮২.০৬ শতাংশ, যা গত বছর ৯১.৩০ শতাংশ।

বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪১৭ জন।

২০২২ সালে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫২৫ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ, মানবিক বিভাগে পাস করেছে ৭৮ দশমিক ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৬৩ জন আর মানবিকে ৪৭৬ জন পূর্ণ জিপিএ পেয়েছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ