spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামভোট দিলেন মহিউদ্দিন বাচ্চু, ব্যক্ত করলেন জয়ের ব্যাপারে আশাবাদ

ভোট দিলেন মহিউদ্দিন বাচ্চু, ব্যক্ত করলেন জয়ের ব্যাপারে আশাবাদ

বাংলাধারা প্রতিবেদক
spot_img

সকাল ৮টা থেকে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল ৮টায় নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ প্রার্থী। তিনি বলেন, বিগত নির্বাচনগুলোর মত এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ভোটারদের লম্বা লাইনেই বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো। কেন্দ্রে ভোটার আনতে আমার দলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ