বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।
রবিবার (৩০ জুলাই) উপজেলার বটতলী মোটর স্টেশনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছেলে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন যুগ্ম আহবায়ক জহির উদ্দিন যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আবদুল হান্নান মোহাম্মদ ফারুক। এছাড়াও বিক্ষোভ মিছেলে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় তারা বলেন, আবারও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখিলের নির্দেশে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।