spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমহিউদ্দিন বাচ্চুকে অভিনন্দন জানালেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন

মহিউদ্দিন বাচ্চুকে অভিনন্দন জানালেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম-১০ আসন উপনির্বাচনে জয়ী নৌকা প্রতীকের প্রার্থী নগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চুকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন।

রোববার (৩০ জুলাই) নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণার পর মহিউদ্দিন বাচ্চুকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, মহিউদ্দিন বাচ্চু একজন তৃণমূলের নেতা। তিনি একসময় ছাত্রলীগ ও যুবলীগ করেছেন। প্রিয় নেত্রী শেখ হাসিনা মহিউদ্দিন বাচ্চুকে দলীয় প্রতীক দিয়ে তৃণমূলকে মূল্যায়ন করেছেন। মহিউদ্দিন বাচ্চু ভাই তৃণমূলের নেতা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটাই বাংলাদেশ আওয়ামীলীগের সবচেয়ে বড় দিক। বাচ্চু ভাই চট্টগ্রাম ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উনাকে প্রাণঢালা অভিনন্দন।

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

এর আগে সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে নগরীর ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ