spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদখেলাধূলাবিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

ক্রীড়া ডেস্ক
spot_img

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এদিকে ক্রিকেট হোক বা ফুটবল সব ধরনের খেলাতেই বিশ্বকাপের আগে বিশ্ব ভ্রমণে বের হয় ট্রফি।

তারই ধারাবাহিকতায় অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশে আসবে এই ট্রফি। আগস্টে ক্রিকেটভক্তরা ঢাকায় স্বচক্ষে দেখতে পাবেন ট্রফিটি। আইসিসি আগেই এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যেখানে তারা জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। এর বেশি কিছু বলা নেই যদিও। তবে দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হতে পারে এবারের ট্রফিটি। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে ট্রফিটি ঘুরে আসতে পারে।

তবে প্রাথমিক আলোচনায় বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ