spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীপলিথিনের গোডাউনে জেলা প্রশাসনের অভিযান

পলিথিনের গোডাউনে জেলা প্রশাসনের অভিযান

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় অবৈধ পলিথিনের গোডাউনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুইটি গোডাউনকে সিলগালা করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো: মাসুদ রানা। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযানের বিষয়ে মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় পৌঁছালে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা ভেঙ্গে দুইটি গোডাউনে প্রায় ২ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে সেটি বিনষ্টের জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ