শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১ আগস্ট ) সকাল ১০ টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম, ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান, দপ্তর সম্পাদক আরফাত চৌধুরী আদর, পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদ, আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুনাইদ, লোহাগাড়া সদর ছাত্রলীগ নেতা আরফাতসহ উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা।
এরপর তারা ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে গভীর শোক ও বেদনার মাস। ১৯৭৫ সালের এ মাসেই (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়।